আর মাত্র কয়েকদিন। দুর্গাপুজো মিটে গিয়েছে। আগামী ৩০শে অক্টোবর চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তাই পুজোর মধ্যেই অনেকে প্রচারে ঝাঁপিয়ে ছিলেন। মার্কসীয় বইয়ের স্টল নিয়ে সিপিআইএম নেতারা প্রচারে নেমেছিলেন। বিজেপিও দুর্গাপুজোকে সামনে রেখে প্রচার করেছিল। কিন্তু এবার অভিনব প্রচার করে দেখালেন তৃণমূল কংগ্রেসের গোসাবার প্রার্থী সুব্রত মণ্ডল। দ্বীপে দ্বীপে স্পীডবোটে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। তাঁর সঙ্গে রয়েছেন, জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল, গোসাবা ব্লকের সহ–সভাপতি সুবিদ আলি ঢালি–সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতারা।
উল্লেখ্য, গোসাবা এলাকাটি দ্বীপ বেষ্টিত। তাই এখানকার মানুষের জীবন–জীবিকা জলের সঙ্গেই জড়িত। এখানে মৎস্যজীবী বেশি। তাই এভাবে প্রার্থীকে পেয়ে অনেকেই আপ্লুত। নিজেদের নানা সমস্যার কথাও তাঁরা বলতে পেরেছেন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুব্রত মণ্ডল বলেন, “মানুষ এবং প্রকৃতির সঙ্গে থাকতে গেলে এভাবে প্রচার করতে হয়। আমরা সারাবছর মানুষের পাশে থাকি। মানুষের কাজ করি। তাই একদিকে মানুষের কাছে পৌঁছনো গেল। অন্যদিকে প্রকৃতিকে অনুভব করা গেল। দুইয়ের মিশেল ঘটানো সম্ভব হয়েছে এভাবে প্রচারে। আর আমি নির্বাচনে জয়ের বিষয়ে একশো শতাংশ আশাবাদী।”