মোদী সরকারের নয়া ৩ কৃষি আইনের বিরুদ্ধে গত বছর থেকে দিল্লীর সিংঘু সীমানায় লাগাতার আন্দোলন করে চলেছেন কৃষকরা। শুক্রবার সকালে সেখান থেকেই উদ্ধার করা হয় কাজের সন্ধানে মাত্র ৫০ টাকা পকেটে নিয়ে পাঞ্জাবের তরণ তারণ জেলার চিমা কালান গ্রাম থেকে দিল্লী পাড়ি দেওয়া দলিত শ্রমিক লখবীর সিংহের দেহ।
এবার লখবীরকে খুনের দায় স্বীকার করে শনিবার আত্মসমর্পণ করলেন এক শিখ যুবক। পুলিশ সূত্রের খবর, আত্মসমর্পণকারী যুবকের নাম সর্বজিৎ সিংহ। তিনি শিখদের নিহং গোষ্ঠীর একটি সংগঠনের সঙ্গে যুক্ত। পুলিশকে সর্বজিৎ জানিয়েছেন, পবিত্র ধর্মগ্রন্থ অবমাননা করেছিলেন লখবীর। তাই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার ভোরে দিল্লী-হরিয়ানা সিংঘু সীমানার কুন্ডলী এলাকায় কৃষক আন্দোলনের মঞ্চের অদূরে লখবীরের হাত-পা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি পুলিশের ব্যারিকেডে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। কাটা হাতটি বেঁধে দেওয়া হয়েছিল দেহের পাশে। শিখদের নিহং গোষ্ঠীর নির্ভইর খালসা উডনা দলের নেতা বলবিন্দর সিংহ সংগঠনের তরফে খুনের দায় স্বীকার করে শুক্রবার জানান, পবিত্র ধর্মগ্রন্থ অবমাননার জন্য শাস্তি দেওয়া হয়েছে লখবীরকে।