আইএসআই জম্মু-কাশ্মীরে বড়সড় জঙ্গী হামলার ছক কষছে বলে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। জানা গিয়েছিল, পাক অধিকৃত কাশ্মীরে গোপন বৈঠক চালাচ্ছে পাক গুপ্তচর সংস্থা। কাশ্মীরের কোথায় জঙ্গী হামলা হবে, কাদের নিশানা করা হবে, তার বিস্তারিত তালিকা তৈরি হচ্ছে। ভারতের গোয়েন্দা সূত্রে খবর, অন্তত ২০০ জন ভারতীয়ের তালিকা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, গত মাস থেকেই পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে দফায় দফায় বৈঠক চালাচ্ছে আইএসআই। উপত্যকায় জঙ্গী হামলার বড় পরিকল্পনা রয়েছে। গোয়েন্দা অফিসাররা বলছেন, কাশ্মীরি পণ্ডিতরা রয়েছেন জঙ্গিদের হিট-লিস্টে। তাছাড়া কাশ্মীরের যেসব বাসিন্দা বিজেপি বা আরএসএস ঘনিষ্ঠ তাদের টার্গেট করা হবে বলে জানা গেছে। ২০০ ভারতীয়ের লিস্ট তৈরি হয়েছে বলে খবর।
গোয়েন্দা অফিসাররা বলছেন, জঙ্গীরা পাকিস্তানে গিয়ে আইএসআই-এর কাছে বিশেষ প্রশিক্ষণ নেয়। বিস্ফোরক তৈরি, অস্ত্র চালনা, ‘ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস’ (আইইডি)-র ট্রেনিং দেওয়া হয় তাদের। আত্মঘাতী জঙ্গী বা ফিদাঁয়ে তৈরির প্রশিক্ষণও চলে। গোয়েন্দা সূত্র বলছে, সম্প্রতি কাশ্মীরের নিরীহ বাসিন্দাদের টার্গেট করছে জঙ্গীরা। কাশ্মীরি পণ্ডিতদের খুন করা হচ্ছে। সীমান্তে সংঘর্ষ বিরতি ভাঙার পাশাপাশি উপত্যকার গ্রামগুলিতে নাশকতা জিইয়ে রাখার প্রচেষ্টা চলছে।