এবার কাতুর্জ ভর্তি বাক্স মেঝেয় পড়ে বিস্ফোরণ ঘটল ছত্তিশগড়ের রায়পুরে সিআরপিএফ জওয়ানদের ট্রেনে। শনিবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬ জওয়ান। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ছটা নাগাদ রায়পুর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জওয়ানদের ট্রেনটি থেকে আচমকা বিস্ফোরণের আওয়াজ মেলে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
ট্রেনটিতে শুধু জওয়ানেরাই ছিলেন। সিআরপিএফ সূত্রে খবর, জিনিসপত্র রাখতে গিয়ে কাতুর্জ ভর্তি বক্স মেঝেয় পড়ে ফেটে গিয়ে বিস্ফোরণটি ঘটে। রায়পুর রেলওয়ে পিআইও শিব প্রসাদ বিস্ফোরণের খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ট্রেন জিনিসপত্র তোলার সময় বাথরুমের কাছে রাখা ডিটোনেটরের বক্সে বিস্ফোরণ ঘটে।