দশমীর দিনে কার্যত বোমা ফাটিয়েছেন শোভন-বৈশাখী। একটি বেসরকারি চ্যানেলের আয়োজিত সিঁদুর খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সেখানেই বৈশাখীর সিঁথি সিঁদুরে ভরিয়ে দেন শোভন। সেই ছবি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। প্রথমে গুঞ্জন ওঠে এই ছবি ভুয়ল। কিন্তু, বৈশাখীর অকপট স্বীকারোক্তি, ছবিটি আসল।
শোভন তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন। এরপরেই জল্পনা শুরু হয়েছে, সিঁথিতে সিঁদুর দেওয়া মানে কি তবে হিন্দু মতে বিয়ে করলেন শোভন-বৈশাখী? এরই মধ্যে এবার এ নিয়ে কার্যত ফুঁসে উঠলেন শোভনের শ্বশুর দুলাল দাস। তাঁর প্রশ্ন, সিঁথিতে সিঁদুর পরালেই কি বিয়ে হয়ে গেল? শোভন-বৈশাখীর ভাইরাল ছবি নিয়ে মুখ খুলে তিনি বলেন, ‘কারও কপালে সিঁদুর পরিয়ে দিলেই কি বিয়ে হয়ে যায়। ওঁরা কি স্বামী -স্ত্রী হয়ে গেল এতে! এই ধরনের মেয়েদের আর কী হবে!’ তিনি আরও বলেন, ‘এই নিয়ে যা পদক্ষেপ নেওয়ার মেয়ে (রত্না চট্টোপাধ্যায়) নেবে। ওঁর কোনও পরামর্শের দরকার হচ্ছে না।’ ক্ষুব্ধ দুলালের সাফ কথা, এটা কোনও বিয়েই নয়। এটাকে ব্যাভিচার বলে।