বিশ্ব ক্ষুধা সূচকে আরও নীচে নামল ভারত। ১১৬টি দেশের মধ্যে ১০১তম। নেপাল, বাংলাদেশ ও পাকিস্তানেরও পিছনে। ২০২০ সালের বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করেছে ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট’। সেখানেই মিলেছে এই রিপোর্ট।
যৌথভাবে এই তালিকা প্রস্তুত করেছে জার্মানির সংস্থা ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ ও আইরিশ ত্রাণ সংস্থা ‘কনসার্ন ওয়ার্লড ওয়াইড’। ক্ষুধা ও অপুষ্টির নিরিখে তৈরি তালিকাটিতে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে চিন, ব্রাজিল, কুয়েতের মতো ১৮টি দেশ। তার জিএইচআই স্কোর ৫-এরও নিচে রয়েছে।
অপুষ্টি, পাঁচ বছরের কমবয়সি শিশুদের উচ্চতা, মৃত্যুহার, উচ্চতার তুলনায় ওজন – এই চারটি বিষয়কে সামনে রেখে তৈরি হয় এই সূচক। সাম্প্রতিক সূচক অনুযায়ী, ভারতের অবস্থান ‘উদ্বেগজনক’ বিভাগে রয়েছে। তালিকায় ভারতের অনেক আগে রয়েছে নেপাল (৭৬), বাংলাদেশ (৭৬) ও মায়ানমার (৭১)। এমনকী পাকিস্তানও ভারতের থেকে এগিয়ে। তারা রয়েছে ৯২ নম্বর স্থানে। এই চারটি দেশও ‘উদ্বেগজনক’ বিভাগেই রয়েছে।
তবে সামগ্রিক ভাবে ভারতের অবস্থান হতাশাজনক হলেও আগের থেকে উন্নতি হয়েছে কয়েকটি বিভাগে। যেমন পাঁচ বছরের কমবয়সিদের মৃত্যুহার কিংবা অপুষ্টির হার। সেই সঙ্গে দেখা গিয়েছে, করোনা অতিমারীর বিধিনিষেধ ভারতের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলেছে।