মোদী সরকারের নয়া ৩ কৃষি আইনের বিরুদ্ধে গত বছর থেকে দিল্লীর সিংঘু সীমানায় লাগাতার আন্দোলন করে চলেছেন কৃষকরা। শুক্রবার সকালে সেখান থেকেই একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটির একটি হাত কবজি থেকে কাটা। গোড়ালি থেকে কেটে নেওয়া হয়েছে পায়ের একটি পাতাও। মৃতদেহটি যেখানে পাওয়া গিয়েছে তার অদূরেই কৃষক আন্দোলনের মঞ্চ। তার কাছেই রাখা একটি পুলিশের ব্যারিকেডকে উল্টে তার গায়ে বেঁধে দেওয়া হয়েছিল দেহটি। শুক্রবার ওই দেহ ঘিরে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে কৃষক আন্দোলন ক্ষেত্রে।
এদিকে, ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। পুলিশ এই ঘটনায় অপরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শুক্রবার একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, দেহটি ৩৫ বছরের এক যুবকের। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ দেহটি প্রথম দেখতে পাওয়া যায়। ওই ব্যক্তির কাটা হাতটি তার দেহের পাশেই ঝুলিয়ে দেওয়া হয়েছিল। পরে স্থানীয় কুন্দলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় কৃষকদের মধ্যে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে।