বাতাসে বিষাদের সুর। উমা ফিরছেন শ্বশুরবাড়ি। আবার এক বছরের অপেক্ষা। বিজয়া দশমীর এমন লগ্নেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলার সম্প্রীতির সুর অক্ষুণ্ণ থাকার কামনা করে সকলকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন মমতা। টুইটে লিখেছেন, ‘মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে। মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা’।
দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা জওয়ান ও তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি। তাঁদেরও শুভেচ্ছা জানান তিনি। হিন্দি ভাষায় টুইট করে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকরও।