বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পর থেকে দেশে এক নাগাড়ে বেড়েই চলেছে জ্বালানির দাম। এবার যেমন ষষ্ঠীর পর নবমীতেও ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। সরাসরি এর প্রভাব পড়েছে খোলাবাজারে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও আকাশছোঁয়া। নাভিশ্বাস গৃহস্থের। তবে কেন্দ্র এ ব্যাপারে উদাসীন বলেই অভিযোগ। তাদের কোনও হেলদোল নেই।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মহানবমীর সকালে পেট্রোলের দাম বাড়ল ৩৫ পয়সা। তার ফলে রাজধানী দিল্লীতে পেট্রোলের বিকোচ্ছে লিটার প্রতি ১০৪ টাকা ৭৯ পয়সায়। লিটার প্রতি ডিজেলের দাম ৯৩ টাকা ৫২ পয়সা। বাণিজ্যনগরী মুম্বইতে পেট্রোল এবং ডিজেলের দাম যথাক্রমে ১১০ টাকা ৭৫ পয়সা এবং ১০১ টাকা ৪০ পয়সা। কলকাতায় এক লিটার পেট্রোল কিনতে খরচ পড়বে ১০৫ টাকা ৪৩ পয়সা এবং ডিজেলের দাম ৯৬ টাকা ৬৩ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০২ টাকা ১০ পয়সা। ডিজেলের দাম ৯৭ টাকা ৯৩ পয়সা।