আসন্ন টি২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব ছেড়ে দেবেন রবি শাস্ত্রী। তাঁর পরিবর্তে কে ভারতীয় দলের কোচ হবেন তা এখনও ঠিক করেনি বিসিসিআই। টি২০ বিশ্বকাপের পর নিউজিল্যান্ড সিরিজ খেলবে ভারত। সেই সিরিজে ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে যেতে পারেন রাহুল দ্রাবিড়।
প্রসঙ্গত, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব ছিল দ্রাবিড়ের উপর। সে বার ভারতের টেস্ট দলকে নিয়ে ইংল্যান্ডে ছিলেন শাস্ত্রী। সেই সময় শিখর ধাওয়ানদের নিয়ে সাদা বলের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যান দ্রাবিড়। সেই দলে রোহিত, কোহলিদের মতো তারকারা ছিলেন না। তরুণদের নিয়ে গিয়েছিলেন দ্রাবিড়। এ বার প্রধান দলের কোচ হিসেবেই যেতে পারেন তিনি।
উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের পর শাস্ত্রী ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে দিলেও কোচ বেছে নিতে সময় লাগবে বিসিসিআইয়ের। সেই সময় দ্রাবিড়কেই দায়িত্ব দেওয়ার কথা ভাবছে বোর্ড। দ্রাবিড়কে ভারতীয় দলের প্রধান কোচ করতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু তিনি সেই দায়িত্ব নিতে রাজি হননি। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান দ্রাবিড়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্ট, তিনটি টি২০ ম্যাচ খেলবে ভারত। সেই সিরিজেই ভারতকে প্রশিক্ষণ দিতে পারেন দ্রাবিড়।