পুজোয় দর্শনার্থীদের সুবিধার জন্য কিছু স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করেছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু এবার শিয়ালদহ শাখার সেই ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হল। বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ এই পাঁচ ডিভিশনের সাত জোড়া স্পেশাল ট্রেন বাতিল করেছে রেল। অষ্টমী নবমী দশমীর রাতে এইসব ট্রেনের পরিষেবা পাওয়ায়র কথা ছিল। অষ্টমী পরিষেবা মিললেও বন্ধ হয়ে গেল নবমী আর দশমীর ট্রেনগুলি।
পুজোয় রাস্তাঘাটে ভিড় এড়াতে, মানুষের যানবাহনের সুবিধার্থেই এই সাত জোড়া নাইট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। কিন্তু পুজো যত এগোচ্ছে রাস্তাঘাটে মণ্ডপে মণ্ডপে ভিড় যেন ততই বাড়ছে হু হু করে। শহরের রাস্তায় মানুষের ঢলে শিকেয় উঠেছে কোভিডবিধি। এরপরেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষও। নাইট স্পেশাল ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অষ্টমীর রাতে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল।