এবার ভারতের ইতিহাস নতুন করে লেখা দরকার বলে মন্তব্য করল কেন্দ্রীয় প্যানেল। হ্যাঁ, বাচ্চাদের ইতিহাস বইতে বদল আনার পক্ষে সওয়াল করে ন্যাশানাল বুক ট্রাস্টের চেয়ারম্যান গোবিন্দ প্রসাদ শর্মা জানিয়েছেন, নতুন তথ্যের উপর ভিত্তি করে ইতিহাস বইগুলি আবার করে লেখা প্রয়োজন।
বলা হয়েছে, এযাবৎ অতীতের সমস্ত ঘটনার ভারতীয়দের ব্যর্থতাকেই তুলে ধরা হয়েছে, সাফল্যে সেভাবে আলোকপাত করা হয়নি। তবে সেটাই করা দরকার। বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে কীভাবে জয়ের জন্য লড়েছিলেন এদেশের রাজারা, তা সামনে আনা দরকার। যুদ্ধের ফলাফল কী হয়েছিল, দেশীয় রাজারা হেরে গিয়েছিলেন কেন, তা নিয়ে কাটাছেঁড়া কম হওয়া দরকার।
গোবিন্দ প্রসাদ শর্মা সাফ জানিয়েছেন, মহারানা প্রতাপের মতো রাজাদের যুদ্ধে যে অদম্য লড়াইয়ের মানসিকতা দেখা গিয়েছিল, প্রতিপক্ষ শক্তিশালী জেনেও যাঁরা হার মানেননি, পিছিয়ে যাননি, যুদ্ধের ময়দানে যাঁরা লড়েছেন শেষ রক্তবিন্দু পর্যন্ত, তাঁদের কাহিনিই আরও বেশি করে পড়া দরকার এদেশের ছাত্রছাত্রীদের।
স্কুলের সিলেবাস আর টেক্সট বইগুলি পুনর্বিবেচনা করে দেখার জন্য কেন্দ্রের তরফে একটি কমিটি গড়ে তোলা হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। মঙ্গলবার এই কমিটির প্রথম বৈঠক ছিল। তারই অন্যতম সদস্য গোবিন্দ প্রসাদ শর্মা। ভারতের ইতিহাস আবার করে লেখার নিদান দিয়েছেন তিনি।