প্রতি বছরের মতো এবারও পুজোয় বাজার কাঁপাচ্ছে ‘জাগো বাংলা’র স্টলগুলি। এবার ‘জাগো বাংলা’র স্টলে এবারের চমক হিসেবে উঠে এসেছে ‘দিদি শাড়ি’ আর ‘এবি টি-শার্ট’। এই দুয়ের চাহিদাই তুঙ্গে। স্টলে স্টলে দেদার বিকোচ্ছে দিদি শাড়ি। তৃণমূলের লোগো বসানো সাদা সেই শাড়িতে মজেছেন দলীয় কর্মী সমর্থকরা। যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলেই সেই শাড়ি।
‘এবি টি-শার্ট’ও কম যায় না। সাদা টি-শার্ট জুড়ে লেখা একাধিক ইঙ্গিতপূর্ণ ক্যাপশন। আর তাতেই হচ্ছে বাজিমাত। তৃণমূল কর্মী সমর্থকরা দেদার কিনছেন ‘এবার ত্রিপুরা’, ‘বাংলার গর্ব মমতা’ কিংবা ‘খেলা হবে’ লেখা টি-শার্ট। এছাড়া স্টলে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই। পাশাপাশি ‘জাগো বাংলা’ শারদ সংখ্যা তো রয়েছেই।