একদিকে যখন গোটা দেশজুড়ে উৎসবের মরশুম চলছে, তখন লাগাতার জঙ্গীহানায় উত্তপ্ত ভূস্বর্গ। জঙ্গীদের গুলিতে প্রাণ গিয়েছে আমজনতা থেকে ৫ সেনার। রক্তাক্ত হয়েছে উপত্যকা। এমনকী ড্রোনের মাধ্যমে পাচার হচ্ছে অস্ত্রও। এই পরিস্থিতিতে এবার এক ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করল কাশ্মীর পুলিশ। সে লস্কর-ই-তইবা জঙ্গী সংগঠন এবং পাক হ্যান্ডেলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত বলে জেরায় স্বীকার করেছে।
অক্টোবরের ২ তারিখ কাশ্মীরে ড্রোনের মাধ্যমে পাচারের সময় বিপুল অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই পাচারকাণ্ডে যুক্ত থাকার অপরাধে মঙ্গলবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে কাশ্মীর পুলিশ। নাম ফাল্লিয়ান মণ্ডল। ড্রোন থেকে একে-৪৭, নাইট ভিশন যন্ত্র, তিনটি ম্যাগাজিন উদ্ধার হয়। পুলিশের ধারনা, কাশ্মীরের বিভিন্ন এলাকায় জঙ্গী হামলা চালাতে সীমান্তের ওপাড় থেকে এভাবেই অস্ত্র সরবরাহ করছে পাকিস্তান। ধৃত ফাল্লিয়ান জেরায় স্বীকার করে নিয়েছে পাকযোগের কথা। তার সঙ্গে নিয়মিতভাবে লস্কর জঙ্গীগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল। যোগ ছিল পাক হ্যান্ডেলারদের সঙ্গেও। তাদের নির্দেশেই ড্রোন মারফত অস্ত্র পাচার করতে এসেছিল ফাল্লিয়ান। যদিও আগেই পুলিশ ওই অস্ত্র আটক করেছিল।