গত এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের ছবি তুলে ধরতে মণ্ডপসজ্জায় হাওয়াই চটি ব্যবহার করেছিল পুজো কমিটি। আর এতেই ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত’ হানা হয়েছে বলে অভিযোগে তুলে দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটিকে আইনি নোটিস ধরিয়েছিলেন এক আইনজীবী। এবার পুজোর মধ্যেই হবে সেই মামলার শুনানি। হ্যাঁ, নবমীর দিন কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটতে চলেছে। জানা গিয়েছে, আগামীকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি কৌশিক চন্দের এজলাসে হবে শুনানি।
প্রসঙ্গত, এ বছর থিম ছিল কৃষক আন্দোলন। আর তা ফুটিয়ে তুলতে ভারতচক্রর মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে জুতো, ট্রাক্ট্রর-সহ আরও অন্যান্য সামগ্রী। কিন্তু তা নিয়েই জট পাকে। মণ্ডপে জুতো ব্যবহারে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে বলে দমদম পার্ক ভারতচক্র পুজো কমিটিতে আইনি নোটিস পাঠান এক আইনজীবী। তাঁর নাম, পৃথ্বীবিজয় দাস। তিনি বিজেপি ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। তাঁর বক্তব্য, এভাবে পুজো মণ্ডপের গায়ে জুতো ব্যবহার করে দমদম পার্ক ভারতচক্র সনাতন হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছে।
চতুর্থির দিন পাঠানো ওই আইনি নোটিসে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে মণ্ডপের গা থেকে জুতো সরিয়ে নিতে হবে। না হলে কড়া আইনি পদক্ষেপের পথে হাঁটতে বাধ্য হবেন আইনজীবী। দমদম পার্ক ভারতচক্র নিজেদের অবস্থান থেকে সরেনি। থিম যেমন ছিল তেমনই রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারও পেয়েছে এই ক্লাব। নেটিজেনদের মতে, যেহেতু মোদী সরকারের বিরুদ্ধে চলা কৃষক আন্দোলনকে থিম হিসেবে তুলে ধরা হয়েছে সে হেতু বিজেপি ঝাঁপিয়ে পড়েছে ধর্মীয় ভাবাবেগের জিগির তুলে। যদিও এবার আদালতের চৌহদ্দিতে গেল মামলা।