দেশে করোনার হানার পর থেকে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক, দুই ধরনের বিমান পরিষেবাই বিঘ্নিত হয়েছে। দীর্ঘদিন সব ধরনের বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। তবে করোনা সংক্রমণ কমার ইঙ্গিত মিলতেই ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে বিমান পরিষেবা। এবার যেমন অন্তর্দেশীয় বিমান পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ১৮ অক্টোবর থেকেই স্বাভাবিক ছন্দে ঘরোয়া স্তরে পরিষেবা দিতে পারবে বিমান পরিবহণ সংস্থাগুলি। শুধু তাই নয়, এবার থেকে বিমানগুলিতে ১০০ শতাংশ যাত্রীও নেওয়া যাবে।
অন্তর্দেশীয় বিমান পরিবহণের ক্ষেত্রে সমস্তরকম নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সোমবারই একটি বিবৃতি জারি করেছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। যাতে বলা হয়েছে, আগামী ১৮ অক্টোবর থেকে অতিমারীর আগে যে সূচিতে বিমান চলাচল করত, সেই সূচি অনুযায়ী পরিষেবা দেওয়া যাবে। শুধু তাই নয়, চাহিদা বুঝে প্রয়োজন হলে অতিরিক্ত বিমানও চালাতে পারে সংস্থাগুলি। তাছাড়া এতদিন বিমানে যাত্রী নেওয়া নিয়েও বহু রকম বিধি নিষেধ মেনে চলতে হত বিমান সংস্থাগুলিকে। এবার থেকে সেটাও থাকছে না। তাঁরা চাইলেই ১০০ শতাংশ যাত্রী বহন করতে পারবে।