মঙ্গলবার, সপ্তমীর সকালেই ঘটে গেল বড়সড় বিপত্তি।
পূর্ব মেদিনীপুরের রঘুনাথবাড়ি স্টেশনের কাছে লাইনচ্যুত হল একটি মালগাড়ির বেশ কয়েকটি বগি। এর ফলে ব্যাহত হলদিয়া, দিঘা রুটে ট্রেন পরিষেবা। জানা গিয়েছে, এদিন সকাল ৮.১২ নাগাদ লাইনচ্যুত হয়ে যায় মালবাহী গাড়ির ৮টি বগি। খড়গপুর রেলের সিনিয়র আধিকারিক গজরাজ সিং জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে কমপক্ষে এক থেকে দু’ঘণ্টা।
মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় খড়গপুর স্টেশনের পর বাতিল করা হয়েছে আসানসোল-হলদিয়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন, মেছেদার পর বাতিল করা হয়েছে হাওড়া থেকে দিঘাগামী স্পেশাল এক্সপ্রেস ট্রেন। যাত্রাপথ ছোট করা হয়েছে হলদিয়া আসানসোল ট্রেনেরও ঘটনাস্থলে আধিকারিকরা। কী কারণে এই ধরনের ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এদিনের মতো বাতিল দিঘা-হাওড়া স্পেশাল এক্সপ্রেস।
ষষ্ঠী থেকেই দিঘাতে জনঅরণ্য। শহরের পুজোর ভিড় এড়াতে উৎসবে মেতে ওঠা বাঙালির সেরা পছন্দ দিঘার সমুদ্র সৈকত। প্রত্যেক পুজোর মতোও এই পুজোতেও বাঙালির সেরা ডেস্টিনেশন দিঘা। কিন্তু মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ফলে স্বাভাবিকভাবেই পুজোয় দিঘার ঝটিতি সফরে বেরনো বঙ্গবাসী দুর্ভোগের কবলে পড়েছে।