গোটা বাংলা উৎসবে মাতোয়ারা। কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে খোলা থাকছে স্বাস্থ্যভবন। কোভিড কম। কিন্তু সাবধানের মার নেই। তাই কোভিড হাসপাতালে নিয়ম করে চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মীরা যাতে আসেন তার জন্য রীতিমতো সার্কুলার জারি হয়েছে। জেলা, ব্লক থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পুজোর চারদিন খোলা। খোলা আউটডোর। শুধু অষ্টমীর দিন বন্ধ থাকবে তা। ষষ্ঠীর দুপুরে স্বাস্থ্যভবন থেকে ভিডিও কনফারেন্স করে সব সরকারি হাসপাতালের সুপারদের সরকারি অভিমত জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে, সরকারি হাসপাতালে করোনার টিকা কর্মসূচী যেন বন্ধ না হয়। ন্যূনতম ১০জন এলেই তাঁদের টিকা দিতে হবে।
খাস কলকাতার এনআরএস, আরজিকর মেডিক্যাল, এসএসকেএম-সহ সব হাসপাতালের জরুরি বিভাগ খোলা থাকবে আর পাঁচটা দিনের মতো। জরুরি অস্ত্রোপচার হবে। কোনও প্রসূতির সমস্যা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তীর কথায়, ‘ডেপুটি সেক্রেটারি থেকে সব আধিকারিককে রোজ আসতে হবে। নিয়ম করে সব তদারকি করতে হবে।’ কোনও হাসপাতালে রোগী এসে পরিষেবা না পেলে সরাসরি স্বাস্থ্যভবনের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কন্ট্রোল রুমের নম্বর ০৩৩-২৩৩৩০১৯৭/০৫৯৯। সংশ্লিষ্ট হাসপাতালের নাম উল্লেখ করে রোগী বা তাঁর সঙ্গী বক্তব্য জানাতে পারবেন।