মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই দাবি করে থাকেন, ‘এগিয়ে বাংলা’। এই দাবি যে আদৌ ভ্রান্ত নয়, একাধিকবার মিলেছে তার প্রমাণ। এবার করোনার টিকাকরণেও এগিয়ে মমতার রাজ্য। দেশে প্রথমে পাঁচে নিজের স্থান ধরে রেখেছে বাংলা। প্রথম ডোজ টিকাপ্রাপকদের দ্বিতীয় ডোজ দেওয়ায় বাংলা প্রথম সারিতে ছিলই, একইভাবে সামগ্রিকভাবে দুটি ডোজ টিকা দেওয়াতে প্রথম পাঁচ রাজ্যের মধ্যে নিজের জায়গা ধরে রেখেছে এই রাজ্য। বাংলা ছাড়া অন্য যে চারটি প্রথম পাঁচে রয়েছে, সেগুলি হল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও গুজরাত।
সোমবার রাত সাড়ে আটটা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এদিন ৯৫ লক্ষ ৮০ হাজার ৪৬ হাজার ৩৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। ষষ্ঠী শুরু হয়ে যাওয়ার পরও বাংলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে টিকাদান কর্মসূচি স্বাভাবিক রাখতে। রাত সাড়ে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় পাঁচ লক্ষ ডোজ (চার লক্ষ ৯১ হাজার ৩৬৫) টিকাকরণ হয়েছে। মোট টিকাকরণে জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। যদিও দৈনিক টিকাদানে এদিন সব জেলাকে ছাপিয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর। আর রাতের হিসেব অনুযায়ী, এদিন রাজ্যে সর্বোচ্চ ৭৫ হাজার ৯০৫ ডোজ টিকাদান হয়েছে সেখানে।