দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক নতুন প্রকল্পের উদ্বোধন করলেন। এই প্রকল্পে দিল্লীর সরকারি স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ভবিষ্যতে নিজেদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ ও উপদেশ পাবেন। দিল্লি সরকার এই প্রকল্পকে ‘দেশ কে মেন্টর’ নাম দিয়েছে।
বিশিষ্ট বলিউড অভিনেতা সোনু সুদ দিল্লী সরকারের এই ‘দেশ কে মেন্টর’ প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই প্রকল্পে নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিরা সরকারি স্কুল গুলি থেকে ১০ জন ছাত্রছাত্রীকে বেছে নিয়ে তাদের ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে পরামর্শ ও পথ নির্দেশিকা দেবেন। নিজ নিজ ক্ষেত্রে সফল ব্যক্তিরাই মেন্টর ভূমিকা পালন করবেন।
প্রত্যেক সপ্তাহে পরামর্শদাতারা নিজেদের ব্যস্ত জীবন থেকে ১০ মিনিট করে সময় বের করে ফোনের মাধ্যমে ছাত্রছাত্রীদের জীবনের প্রতিষ্ঠিত হওয়ার নানা পরামর্শ দেবেন। এই প্রকল্পের উদ্বোধনের সময় দিল্লির মুখ্যমন্ত্রী বলেন ” এই প্রকল্পে ছাত্রছাত্রীরা একজন দাদা, দিদি বা বন্ধুকে পাবে, যার সঙ্গে তারা নিজেদের সমস্যা ভাগ করে নিতে পারবে। শুধুমাত্র দিল্লী নয়, সমগ্রদেশের যেকোনও ইচ্ছুক ব্যক্তিরা শিক্ষার্থীদের পরামর্শদাতা হিসেবে ভূমিকা পালন করতে পারেন। এর জন্য দিল্লীর সরকারের নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সেখানে নাম নথিভুক্ত করা যাবে। এর জন্য কাউকে দিল্লীতে আসতে হবে না, এমনকি কোনও টাকাও খরচ করতে হবে না’।
পরামর্শদাতাদের উদ্দেশে কেজিওয়ালের বার্তা, ‘আপনাদের কঠোর পরিশ্রমে যদি কোনও ছাত্র নিজের স্বপ্ন পূরণ করতে পারে, মনে রাখবেন দেশ গঠনে আপনার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার সাহায্যের কারণে যদি যদি কোনও বাচ্চা দেশের মুখ উজ্জ্বল করে তবে আপনার গর্ববোধ বাকিদের তুলনায় অনেকটাই বেশি হবে’।