আসন্ন পুজোর মরসুমে করোনা বিধি নিষেধে সাময়িক ছাড় দিল নবান্ন। শনিবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত দোকান, রেস্তরাঁ এবং পানশালা সাধারণ নিয়ম অনুযায়ী খোলা থাকতে পারে। ১০ই অক্টোবর থেকে ২০শে অক্টোবর পর্যন্ত জারি থাকবে এই সাময়িক ছাড়।
প্রসঙ্গত, কোভিড আবহে দোকান, রেস্তোরাঁ খোলা ও বন্ধের নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। সেই নিয়ম অনুযায়ী রাত ১০টার পর দোকান-রেস্তোরাঁ, পানশালা বন্ধ করে দিতে হোত। পুজো উপলক্ষে সেই নিয়মে সাময়িক ছাড় দিল রাজ্য সরকার। ১০ই অক্টোবর, পঞ্চমী থেকে ২০শে অক্টোবর পর্যন্ত দোকানপাট, রেস্তোরাঁ ও পানশালা বন্ধের নির্দিষ্ট সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজোর সময় দোকানপাট, রেস্তরাঁ বা পানশালা আরও বেশি সময় খোলা রাখা যাবে। তবে সেক্ষেত্রে সম্পূর্ণ ভাবে মেনে চলতে হবে করোনা বিধি।