সপ্তাহের শেষেই দেশজুড়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। আর তার আগে স্বস্তি দিচ্ছে দেশের কোভিড গ্রাফ। পর পর দু’দিন ২০ হাজারের বেশি থাকার পর শনিবার ফের কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০ জন। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৩০৯।
অন্যদিকে, দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা তিনশোর নীচেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৪৮ জনের। এর ফলে ভারতে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫ জন। আবার, পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮০ লক্ষ ২৯১ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন। এদিকে, আক্রান্ত কম থাকায় দেশে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তা সাড়ে তিন হাজার কমেছে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩ জন।