দেশজুড়ে দেখা দিয়েছে কয়লার ঘাটতি। আর তার জন্য বড়সড় বিদ্যুৎ সংকটের দিকে এগোচ্ছে বেশ কয়েকটি রাজ্য। পরিস্থিতি এখনই সামাল দেওয়া না গেলে বড় ধরনের সমস্যার আশঙ্কা বিদ্যুৎ মহলে। ইতিমধ্যেই সঙ্কটজনক পরিস্থতি অন্ধ্রপ্রদেশের। এই উৎসবের মরশুমে কয়লা নিয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে বাংলা? পুজোয় বিদ্যুতের সংকট দেখা দেবে না তো?
নবান্ন সূত্রের খবর, এ রাজ্যে তেমনটা ঘটার কোনও সম্ভাবনা একেবারেই নেই। এ প্রসঙ্গে এদিন নবান্নের এক আধিকারিক বলেন, দেশে যে কয়লার সংকট রয়েছে তা আমরা জানি। এটা নতুন কিছু নয়। কিন্তু এ ব্যাপারে ভাল জায়গায় আছে বাংলা। এখানে এই মুহূর্তে পর্যাপ্ত কয়লা মজুত আছে। কেন্দ্রকে চিঠি দিতে হবে, এমন জায়গায় এখনও পৌঁছয়নি বাংলা। আমরা আশা রাখছি পুজোয় বিদ্যুতের ঘাটতি হবে না।