পুজোর পরেই ফের রাজ্যে ভোটপুজো। আগামী ৩০ অক্টোবর রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তাই পুজোর আনন্দ-উদযাপনের মধ্যেও প্রতিটি রাজনৈতিক দলই উপনির্বাচন নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। শুক্রবার দুপুরেই যেমন ৪ কেন্দ্রের প্রচারকের তালিকা প্রকাশ করল রাজ্যের শাসকদল তৃণমূল। যা প্রকৃত অর্থেই ‘তারকাখচিত’। রয়েছে সাংসদ দেব তথা দীপক অধিকারী থেকে শুরু করে বিধায়ক জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তীরা। তালিকায় রয়েছেন দলের যুব সম্পাদক সায়নী ঘোষ, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও।
তৃণমূলের তরফে প্রকাশিত তালিকার শীর্ষে রয়েছে দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। তাঁর পাশাপাশি প্রচার করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি-সহ মোট ৫ মন্ত্রী। এই মর্মে শুক্রবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছেন। এই তালিকা পাঠানো হয়েছে দিল্লীতে নির্বাচন কমিশনের কাছেও।
আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার বিধানসভা কেন্দ্র – দিনহাটা, শান্তিপুর, গোসাবা, খড়দহে উপনির্বাচন। একমাত্র খড়দহ আসনটি ছাড়া বাকি তিনটিতেই প্রার্থী নির্বাচন হয়েছে স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দিয়ে। স্থানীয় নেতাকেই জনপ্রতিনিধিত্বের লড়াইয়ে এগিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিম। তবে তাঁদের সমর্থনে, তাঁদের হয়ে ভোট চাইতে প্রতিটি কেন্দ্রে গিয়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া তৃণমূলের তারকা সাংসদ-বিধায়করাও এই চার কেন্দ্রের প্রার্থীদের হয়ে জনতার কাছে ভোট চাইবেন। সূত্রের খবর, পুজো মিটলেই তারকা প্রচারকদের কর্মসূচী ঠিক হয়ে যাবে। প্রচারের শেষ দিন ২৭ অক্টোবর।