জ্বালানির জ্বালা জারি ৷ শুক্রবার নিয়ে লাগাতার ৮দিন দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের৷ সরকারি তেল সংস্থাগুলির তরফে ৮ অক্টোবর পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল৷ এদিন দিল্লীতে লিটার প্রতি পেট্রোলের দাম ৩০ পয়সা এবং ডিজেল ৩৫ পয়সা বৃদ্ধি করা হয়েছে ৷ আইওসিএল-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লীতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩.৫৪ টাকা, ডিজেলের দাম ৯২.১২ টাকা হয়েছে৷
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১০৪ টাকা ২৩ পয়সা। অর্থাৎ গতকালের তুলনায় ২৯ পয়সা বেড়েছে দাম। ডিজেলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ৯৫.২৩ টাকা। বৃহ্স্পতিবারের তুলনায় দাম বেড়েছে ৩৫ পয়সা। রাজধানী দিল্লীতে শুক্রবার এক লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৩.৫৪ টাকা। লিটার পিছু ডিজেলের দাম ৯২.১২ টাকা।
বাণিজ্যনগরী মুম্বইয়ে বৃহ্স্পতিবারই পেট্রলের দাম পেরিয়েছিল ১০৯ টাকা। শুক্রবার ফের ২৯ পয়সা বেড়েছে দাম। এদিন মুম্বইয়ে এক লিটার পেট্রল কিনতে খরচ করতে হবে ১০৯ টাকা ৫৪ পয়সা। ঊর্ধ্বমুখী ডিজেলও। মুম্বইয়ে এক লিটার ডিজেলের দাম ৯৯ টাকা ৯২ পয়সা। চেন্নাইয়ে লিটারপ্রতি পেট্রল বিকোচ্ছে ১০১ টাকা ০১ পয়সা দরে। প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৯৬ টাকায়।