অবশেষে বৃহস্পতিবার কালীঘাট মন্দিরের প্রবেশপথে স্কাইওয়াক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। হকারদের একাংশ সরতে না চাওয়ায় গত তিন বছর ধরে ওই স্কাইওয়াক তৈরির পরিকল্পনা করেও তা বাস্তবায়িত করা যাচ্ছিল না। এর পরে গত কয়েক মাস ধরে পুর প্রশাসনের তরফে দফায় দফায় বৈঠক করে ১৭৫ জন হকারদের জন্য হাজরা পার্কে স্থায়ী হকার্স কর্নারের ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার কালীঘাট স্কাইওয়াকের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করতে এসে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ফিরহাদ হাকিম বলেন, ‘দীর্ঘ টালবাহানার পরে হকারদের সরানো গিয়েছে। স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, রতন দে-রা ওঁদের সঙ্গে বৈঠক করে বুঝিয়েছেন বলেই ওঁদের সরানো সম্ভব হয়েছে। তবে তাঁদের কাউকে উচ্ছেদ করতে হয়নি।’
স্কাইওয়াক নির্মাণের কাজের দায়িত্বে রয়েছে কলকাতা পুরসভার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। পুরসভা সূত্রের খবর, এই স্কাইওয়াক তৈরির সময়সীমা ধরা হয়েছে দেড় বছর। খরচ হবে প্রায় ৮০ কোটি টাকা। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড ধরে প্রায় ৪৫০ মিটার লম্বা ও ১০ মিটার চওড়া এই স্কাইওয়াক কালীঘাট মন্দিরে গিয়ে নামবে। স্কাইওয়াকের একটা লেন কালীঘাট থানা থেকে ডান দিকে গুরুপদ হালদার রোডের দিকে নামবে।
গতকাল স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার বলেন, ‘স্কাইওয়াক নির্মাণে আর কোনও বাধা রইল না। আমরা সমস্ত স্থায়ী দোকানে থাকা হকারদের সরিয়ে দিয়েছি। এ বার দ্রুত কাজ শুরু হবে।’ পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, শীঘ্রই এস পি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোডে ঢোকার মুখে থাকা পুরনো দোকানগুলি ভাঙার কাজ শুরু হবে।