শুক্রবার সকাল ১০টায় উত্তরপ্রদেশ পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির পুত্র আশিস মিশ্র ওরফে মনু-র। তিনি হাজিরা দেননি। সুপ্রিম কোর্টে লখিমপুর মামলার শুনানির দিনই মনুকে সমন পাঠায় উত্তরপ্রদেশ পুলিশ। এই পরিস্থিতিতে কিছু সংবাদমাধ্যমের দাবি, গ্রেফতারি এড়াতে সম্ভবত নেপালে পালিয়ে গিয়েছেন মন্ত্রী-পুত্র। কারণ পুলিশ সূত্রে খবর, তাঁর শেষ মোবাইল লোকেশনে নেপাল সীমান্ত সংলগ্ন কোনও এলাকা চিহ্নিত হয়েছে। তার পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। শুক্রবার হাজিরাও দিলেন না।
ক’দিন আগে পর্যন্ত আশিস মিশ্র ওরফে মনু – এই নামে কাউকে চেনেন কি না জিজ্ঞেস করলে মাথা চুলকে উত্তরে বলতে হত, ‘না’। লখিমপুর খেরিতে রবিবারের ঘটনার পর থেকে সেই নাম এখন ঘুরছে লোকমুখে। অভিযোগ, আশিসের হাতেই ছিল ‘থর’ গাড়ির স্টিয়ারিং। যে গাড়ির তলায় পিষ্ট হয়ে ৪ জন কৃষকের মৃত্যুর অভিযোগ করছেন আন্দোলনরত কৃষকরা।
এই ঘটনার পর থেকে বিরোধী থেকে স্থানীয় মানুষ, মনুর গ্রেফতারির দাবি জানাচ্ছেন। এমনকি মৃত কৃষকদের পরিবারের তরফেও সুনির্দিষ্ট ভাবে মনু ও তাঁর পিতা অজয়ের বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। শুক্রবার হাজিরা এড়ানোয় ফের মনুর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল।