রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে লখিমপুর খেরিতে কৃষকদের জমায়েতের মধ্যে দিয়ে তাঁর গাড়ি ছুটে যাওয়ায় গাড়ি চাপা পড়ে মৃত্যু হয়েছে ৪ জন কৃষকের। ঘটনার একদিন পরেই অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র জানিয়েছিলেন তাঁর বিরুদ্ধে নাকি এর আগে কোনও মামলাই নেই। তবে এ কথা সত্যি নয়। জানা গিয়েছে, এলাহাবাদ হাইকোর্টে সেই ২০০০ সাল থেকে খুনের মামলা ঝুলে আছে তাঁর বিরুদ্ধে। সে মামলায় তিনি মুক্তি পেয়েছিলেন একবার, কিন্তু আবার রিভিশন পিটিশন দায়ের করা হয়েছে মৃতের পরিবারের তরফে।
প্রসঙ্গত, ২০০০ সালের ৮ জুলাই প্রভাত গুপ্তা নামের ২৮ বছরের এক যুবককে লখিমপুরেরই ভরা বাজারে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অজয় মিশ্র, সুভাষ, শশীভূষণ এবং রাকেশ নামের তিনজনকে। রাজনৈতিক হিংসার অভিযোগ দায়ের করেছিল নিহত প্রভাতের পরিবার। এই মামলায় ২০০৪ সালে লখিমপুর খেরির একটি স্থানীয় কোর্ট থেকে ছাড়া পায় অজয়-সহ চার জন। এর পরেই নিহতের পরিবার রিভিশন পিটিশন রুজু করে। সেই থেকেই কার্যত আতঙ্কে বাঁচছে লখিমপুরের গুপ্তা পরিবার।
নিহত প্রভাতের ভাই রাজীব গুপ্তা বলেন, ‘আমরা সবরকম পদক্ষেপ করেছি। সবরকম সতর্কতাও নিয়েছি। কিন্তু ক্ষমতাবানের সঙ্গে লড়াই সহজ নয়। রিভিশন পিটিশন করার পর থেকেই হুমকি দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে চার চারটে মিথ্যে অভিযোগ করেছিল ওরা, আমি সব কটাতেই ছাড়া পেয়েছি।’ সূত্রের খবর, এলাহাবাদ হাইকোর্টে গুপ্তা পরিবারের রিভিশন পিটিশনের শুনানি হয়েছে ২০১৮ সালের ১২ মার্চ। তবে এখনও রায় ঘোষণা হয়নি। এলাহাবাদ হাইকোর্টের ওয়েবসাইট দেখাচ্ছে, ২০১৯ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত শেষ আলোচনা হয়েছে এই নিয়ে।