সামনেই উপনির্বাচন দিনহাটা-সহ রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে। এবার মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল। বিক্ষোভের মধ্যেই ‘জয় বাংলা’ স্লোগানও ওঠে। বিজেপির দাবি, বিক্ষোভকারীরা সবাই তৃণমূল কর্মী। যদিও তৃণমূল জানিয়েছে, সাধারণ মানুষই বিজেপির বিরোধিতা করেছে।
এদিন মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটা সদর দফতরে। দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন জেলা সভানেত্রী মালতী রাভা, বিধায়ক নিখিল রঞ্জন দে। এরপর হঠাৎই বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু অনেকে। ওঠে ‘জয় বাংলা’ স্লোগানও। উল্লেখ্য, এবারের বিজেপি প্রার্থী অশোক মণ্ডল আগে তৃণমূলেই ছিলেন। ২০০৬ সালে দিনহাটায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অশোকবাবু।