ফের রাজ্যে রাজনৈতিক হিংসার বলি এক তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রিঙ্কুয়া এলাকার এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে সিপিএমের দিকেই। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
একরাম নামে ওই তৃণমূল নেতা উত্তর দিনাজপুরের মাটিকুণ্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মদনগজের পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি আগডিমটিখুন্তি পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন। শুক্রবার ইসলামপুর থেকে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন তিনি। অভিযোগ, রিঙ্কুয়া এলাকায় তাঁকে লক্ষ্য করে পিছন দিক থেকে গুলি করা হয়। পিঠে গুলি লাগে তাঁর। বাইক থেকে ছিটকে পড়েন তিনি। রক্তাক্ত হয়ে যায় গোটা এলাকা।
রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন ওই তৃণমূল নেতারা। পরিস্থিতি বেগতিক বুঝে এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় পুলিশে। তড়িঘড়ি পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। ততক্ষণে যদিও ওই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে। তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। এ নিয়ে ঘাসফুল শিবিরের দাবি, এই ঘটনার সঙ্গে সিপিএমের যোগসাজশ রয়েছে।