তৃণমূল কর্মীর আত্মহত্যায় হাওড়া চরমে উঠল রাজনৈতিক চাপানউতোর। হাওড়ার বাঁকড়ায় ঘটেছে এই ঘটনা। পরিবারের দাবি, সিবিআইএর ভয়ে আত্মঘাতী হয়েছেন অজিত মাইতি নামে ওই তৃণমূল কর্মী। যার পিছনে রয়েছে বিজেপি। গত মঙ্গলবার গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন হাওড়ার বাঁকড়ার রাজীবপল্লির বাসিন্দা অজিত।
অজিতবাবুর স্ত্রী জানিয়েছেন, ভোটের ফল প্রকাশের পর বিজেপি তাঁর ও তাঁর স্বামীর নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছিল। যার পর আদালত থেকে আগাম জামিন নেন তাঁরা। কিন্তু তার পরও সম্প্রতি এলাকায় সিবিআইয়ের তৎপরতা বাড়ে। ২ জন তৃণমূলকর্মীকে গ্রেফতারের পাশাপাশি ১৩ জনের বাড়িতে নোটিশ সেঁটে দেন তাঁরা। এর পরই ফের গ্রেফতারির আশঙ্কায় ভুগতে শুরু করেন অজিতবাবু। মঙ্গলবার ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এপ্রসঙ্গে তৃণমূলের দাবি, বিধানসভা নির্বাচনে হার মেনে নিতে না পেরে সাধারণ মানুষ ও তৃণমূলকর্মীদের আতঙ্কিত করতে সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। এলাকায় বার বার সিবিআই আধিকারিকদের যাতায়াতে আতঙ্ক ছড়াচ্ছে।