এর আগে সরকারিভাবে ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল তালিবান। আফগানিস্তানে সরকার গঠনের পরই দু’দেশের মধ্যে অসামরিক বিমান পরিবহণ শুরু করার আর্জি জানিয়েছিল তারা। তবে এবার জঙ্গী সংগঠনটি মুখে উল্টো সুর। ভারতকে চরম হুঁশিয়ারি দিল তালিবান। তাদের বার্তা, ভারত যদি আফগানিস্তানে কোনও ধরনের সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, তবে ফল হবে মারাত্মক ভয়ঙ্কর।
তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহিন জানায়, ‘ভারত আফগানস্তানে সামরিক শক্তি প্রদর্শনের চেষ্টা করে, এর ফল ওদের জন্যই ভাল হবে না। আফগানস্তানে অন্য দেশের সেনা থাকলে কী হতে পারে তা আগেই দেখা হয়ে গিয়েছে।’ আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হওয়ায় সন্ত্রাসবাদী কার্যকলাপ গতি পাবে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মহম্মদ সুহেল শাহিন। কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তাদের যোগ নেই বলে দাবি করেছে তালিবান মুখপাত্র। এমনকী আফগানিস্তানে রাষ্ট্রদূতরাও সুরক্ষিত বলে তিনি জানিয়েছেন।