একুশের ভোটকে পাখির চোখ করে গত বছর রাজ্যে দুর্গাপুজোয় মেতেছিল গেরুয়া শিবির। তবে ভোটে ভরাডুবির পর একুশের পুজোর আগে অনেকটাই নিস্তেজ তারা। এ বছর আর মাতৃ আরাধনায় তেমন আগ্রহই নেই তাদের।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে বাঙালি ভাবাবেগ ছুঁতে বিজেপি দুর্গাকে নিয়ে রাজনৈতিক উৎসবে মেতেছিল। সেটা আরও বড় মাত্রা পায় ২০২০ সালে। কারণ, তখন সামনে ২০২১ সালের বিধানসভা ভোট। ২০২০ সালে জাঁকজমকের সঙ্গে বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (ইজেডসিসি) পুজো হয় বিজেপির সাংস্কৃতিক শাখার নামে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে সেই পুজোর সূচনা করেন। মঞ্চে ঢাক বাজাতে দেখা যায় কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশের মতো কেন্দ্রীয় নেতাদের।
কিন্তু সেই ভোটে দল কাঙ্খিত ফল না করতে পারায় পদ্ম এবার পুজোর আগে একেবারেই নিস্তেজ। ভিড় নেই রাজ্য দফতরে। একই অবস্থা প্রায় তিন বছর ধরে দলের ‘ওয়ার রুম’ হেস্টিংসের দফতরও। ভিড় নেই কর্মী-সমর্থকদের। আনাগোনা কম নেতাদেরও।