প্রায় শেষের দিকে চলতি আইপিএল-এর দ্বিতীয় পর্ব। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১৭ থেকে ২২শে অক্টোবর বিভিন্ন দেশ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে। তবে প্রথম আটে যারা রয়েছে তারা সরাসরি বিশ্বকাপের আসরে নামবে। সেই তালিকায় রয়েছে ভারতও। আইপিএল শেষ হলেও বিশ্বকাপ শুরু হওয়া পর্যন্ত বসে থাকবেন না বিরাট কোহলিরা। আগামী ২৪শে অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবেন বিরাটরা।
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, সেই ম্যাচ দু’টি টিভিতে সরাসরি দেখাও যাবে। সেই সূচী বৃহস্পতিবার ঘোষণা হল। আগামী ১৮ই অক্টোবর, অর্থাৎ সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। দুবাইয়ের মাঠে ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটা থেকে সেই ম্যাচ শুরু হবে। দু’দিন পর দুবাইয়ের মাঠেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবেন বিরাটরা। এই ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটে থেকে। বিশ্বকাপে খেলতে নামার আগে দুই শক্তিশালী দেশের বিরুদ্ধে নিজেদের জোর পরখ করে নিতে নামবে টিম ইন্ডিয়া। দলের বেশ কিছু ক্রিকেটারকে দেখে নেওয়া হতে পারে।