বিধানগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের রাজনৈতিক অবস্থান নিয়ে কানাঘুষো চলছিলই। শোনা যাচ্ছিল, যে কোনও মুহূর্তে তৃণমূলে ফিরতে পারেন তিনি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে হাজির হলেন সব্যসাচী দত্ত। এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই উস্কে দিয়েছিল দলবদলের জল্পনা। তার কিছুক্ষণের মধ্যেই তৃণমূলে ফিরলেন সব্যসাচী।
বৃহস্পতিবা দুপুর বিধানসভায় গিয়ে বিধায়ক পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে দেখা গেল সব্যসাচী দত্তকে। সূত্রের খবর, এদিন মুকুল রায়, পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে সব্যসাচীর সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকা হয়েছিল বিধাননগরের বিধায়ক সুজিত বসু ও তাপস চট্টোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, এদিনও সব্যসাচীকে দলে ফেরানো নিয়ে ইতিবাচক মন্তব্য করেননি সুজিত ও তাপস। ফলে দলবদল নিয়ে একটা জটিলতা ছিলই। যদিও অবশেষে ঘাসফুল শিবিরে ফেরেন সব্যসাচী।
বৃহস্পতিবার বিধায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার কিছুক্ষণ পরেই বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায়ের কক্ষে গিয়ে ‘ঘরে’ ফেরেন বিজেপি নেতা। ফিরহাদ হাকিম এবং পার্থের থেকে হাতে তৃণমূলের পতাকা তুলে নেন। সেইসঙ্গে জানান, বিধায়ক ছিলেন। পুরপ্রতিনিধি ছিলেন। পুরোটাই সম্ভব হয়েছে ‘মমতাদি’কে’ সামনে রেখেই। দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির জন্য ‘আবেগতাড়িত’ হয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আবারও ‘মমতাদি গ্রহণ করেছেন।’