যোগীরাজ্যে লখিমপুর খেরিতে মর্মান্তিক কৃষক মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উঠেছে নিন্দার ঝড়। প্রতিবাদে সরব হয়েছিল কংগ্রেস সহ প্রতিটি অ-বিজেপি দল। এমনকী বিজেপি নেতা বরুণ গান্ধীও এই ঘটনার নিন্দা করেছিলেন। এবার তার ফলও হাতে নাতে পেলেন তিনি। জাতীয় এগজিকিউটিভ কমিটি থেকে বাদ পড়ল বরুণ গান্ধী এবং তাঁর মা মানেকা গান্ধীর নাম।
উল্লেখ্য, গত রবিবার প্রতিবাদরত কৃষকদের জমায়েতের ওপর দিয়ে চলে গেছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির কনভয়ের একটি জিপ। মন্ত্রীর ছেলে আকাশ মিশ্র ওই কাজ করেছেন বলে অভিযোগ। এ ঘটনা নিয়ে দেশজুড়ে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ, নিন্দা করেছে। কিন্তু বিজেপির তরফে একমাত্র বরুণ গান্ধীকেই মুখ খুলতে দেখা গেছিল। অতঃপর? জাতীয় এগজিকিউটিভ কমিটির ৮০ জনের তালিকা থেকে বরুণ এবং মানেকার নাম ছেঁটে ফেলল গেরুয়াশিবির। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।