বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেনজিরভাবে বৃহস্পতিবার বেলা পৌনে ২ টো নাগাদ বিধানসভার অধিবেশন কক্ষে তাঁকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু মুখ্যমন্ত্রীর বিধায়ক পদে শপথ গ্রহণের এই অনুষ্ঠানকে ‘উপেক্ষা’ করে গেল বিজেপি।
ভবানীপুরে বিপুল ব্যবধানে জয়লাভ করার পর এই নিয়ে তৃতীয়বার বিধায়ক পদে শপথ নিলেন মমতা। এদিন তাঁর সঙ্গেই জঙ্গিপুর ও সামশেরগঞ্জের দুই বিধায়ক অর্থাৎ আমিরুল ইসলাম ও জাকির হোসেনকেও শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। এরপর মুখ্যমন্ত্রীর সঙ্গেই স্পিকারের ঘরে যান ধনকড়।
মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের রাজভবনে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। আর বিধায়কদের বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ, এটাই প্রচলিত রীতি। কিন্তু সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার সচিবালয়কে চিঠি দিয়ে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এলে তিনি নিজেই তাঁকে শপথবাক্য পাঠ করাবেন।
তবে একুশের বিধানসভা ভোটের পর মুখ্যমন্ত্রী হিসেবে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানের মতোই এদিনও অনুষ্ঠান বয়কট করেছে বিজেপি। খাতায় কলমে বিজেপির বিধায়ক মুকুল রায় হাজির থাকলেও বাকি গেরুয়া শিবিরের কোনও বিধায়কই এদিন হাজির ছিলেন না।