‘একমাত্র দল হিসেবে তৃণমূলই লখিমপুর খেরিতে পৌঁছতে পেরেছে। দলীয় প্রতিনিধিরা দেখা করেছেন মৃতদের পরিবারের সঙ্গে’। বুধবার এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে প্রতিনিধি দলের সদস্যদের সাহসের প্রশংসাও করলেন মুখ্যমন্ত্রী।
এদিন দলীয় মুখপত্র ‘জাগো বাংলা’র পুজো সংখ্যা উদ্বোধনে নজরুল মঞ্চে বক্তব্য রাখেন মমতা। শুরুতেই তাঁর গলায় শোনা যায় লখিমপুরের কথা। ফের একবার লখিমপুর খেরির ঘটনা নিয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন তিনি। এরপরই বলেন, ‘তৃণমূলই একমাত্র দল যার প্রতিনিধিরা লখিমপুরে গিয়ে পৌঁছতে পেরেছেন। কাকলি ঘোস দস্তিদার, প্রতিমা মণ্ডল, আবীর বিশ্বাসরা লখিমপুরে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন’।
তবে এদিন নজরুল মঞ্চে হালকা মেজাজে ছিলেন মমতা। নিজের গাওয়া গানের অ্যালবাম প্রকাশ করলেন। নিজে গাইলেনও। একই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মেলান নচিকেতা, বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। মমতা বাজালেন সিন্থেসাইজারও।
ভবানীপুর উপনির্বাচন ছিল গত ৩০ সেপ্টেম্বর। তার ঠিক আগের দিন রাতে আচমকাই ইন্দ্রনীল সেনের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নচিকেতাও ছিলেন সেখানে। ওই রাতেই ঘণ্টাখানেক গান এবং সুর নিয়ে আলোচনা হয়। রেওয়াজও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নজরুল মঞ্চে নিজের গাওয়া গানের অ্যালবাম প্রকাশের দিন সেকথা জানান তিনি। বাংলা গানের উন্নতিতে দীপাবলির পর বৈঠকে বসার কথাও জানান মমতা বন্দ্যোপাধ্যায়।