আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। বুধবার সকালে টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছাবার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও
এদিন সকালে টুইটে মমতা লিখেছেন, ‘শুভ মহালয়ায় বহু প্রতীক্ষিত উৎসবের মরশুমের শুভ সূচনা হল। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানাই। শুভ মহালয়া’। এদিন টুইট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি লেখেন, ‘এই উৎসবের মরসুমে ভালোবাসা ছড়িয়ে দিতে আমরা আরও একটু রাস্তা অতিক্রম করি। দায়িত্ব সহকারে উৎসব উদযাপন করুন। সবসময় মাস্ক পড়ুন ও সমস্ত কোভিড প্রোটোকল মেনে চলুন।’
অন্যদিকে, এদিন ভোর থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে তর্পণ। কলকাতার বাবুঘাট থেকে বাগবাজার প্রায় সবকটি ঘাটেই পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। বেশ কয়েকটি ঘাটে ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি। পাশাপাশি প্রশাসনের তরফে করা হচ্ছে মাইকিংও।