ফের ভাঙনের পূর্বাভাস পদ্মশিবিরে? বাড়ছে জল্পনা। ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মিহির গোস্বামী। বিজেপির টিকিটে বিধায়কও হয়েছেন। এবার সেই মিহির গোস্বামীর তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে উত্তরবঙ্গে। বুধবারই বিজেপি বিধায়কের বাড়ি যান তৃণমূলের কোচবিহারের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। বেশ কিছুক্ষণ মিহিরের সঙ্গে কথা বলেন তিনি।
উল্লেখ্য, তৃণমূল রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর গত পাঁচমাসে বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই গেরুয়াশিবির থেকে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস, সৌমেন রায়ের মতো বিধায়কের। রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণীও সদ্য বিজেপি ছেড়েছেন। তাঁরও দ্রুতই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। এরই মধ্যে আজ মিহির গোস্বামীর সঙ্গে গিরীন্দ্রনাথ বর্মনের সাক্ষাৎ নতুন সম্ভাবনার আভাস দিল।