সোমবার বিশ্বজুড়ি ধসে পড়েছিল ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের নেটওয়ার্ক। ডিএনএস বিভ্রাটে বড়সড় বিপর্যয় এড়ানো গেছে আপাতত। এবার প্রবল সমস্যার মুখে রিলায়্যান্স জিও। বুধবার সকাল থেকেই জিও-র নেটওয়ার্ক বিধ্বস্ত। ইন্টারনেট অ্যাকসেস পাচ্ছেন না হাজার হাজার গ্রাহক। এমনকী ফোন কলও করতে পারছেন না অনেকে। টুইটারে ইতিমধ্যেই ট্রেন্ডিং হয়ে গেছে, হ্যাশট্যাগ জিও ডাউন। ফেসবুক বিভ্রাটের পরে জিও বসে যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেক গ্রাহক।
সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট দিয়ে অনেকে দেখিয়েছেন জিওর কোনও নেটওয়ার্ক নেই। জমা পড়ছে বিস্তর অভিযোগ। তবে জিও-র নেটওয়ার্কে ঠিক কী সমস্যা হয়েছে তা অবশ্য এখনও জানায়নি এই টেলিকম সংস্থা। উল্লেখ্য, প্রযুক্তির পরিসরে ভারতে গোটা বাজারই প্রায় দখল করে রেখেছে মুকেশ আম্বানির সংস্থা রিল্যায়ান্স ইন্ডিয়া লিমিটেড। দেশবাসীর হাতে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা আগেই তুলে দিয়েছে রিল্যায়ান্স জিও, দেশের ডেটা পরিষেবার খোলনলচেও বদলে দিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। নিত্য নতুন প্ল্যান আর অফারে নতুন নতুন গ্রাহকের মনোযোগ টেনেছে জিও।