রবিবার ভোটের ফলেই সামশেরগঞ্জ-জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে জোর ধাক্কা খেয়েছিল বিজেপি। এবার জেলায় আরও চাপে পড়ল গেরুয়া শিবির। প্রায় ৫০০ কর্মী-সমর্থক নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একুশের বিধানসভা নির্বাচনে নবগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মোহন হালদার। মঙ্গলবার নবগ্রাম থানার অন্তর্গত শিবপুর অঞ্চলে তার হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিলেন নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমান–সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে নবগ্রাম কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির মোহন হালদার। এবার মোহন হালদার তো যোগ দিলেই, তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির তিন নম্বর মন্ডল সভাপতি হাবল চন্দ্র মণ্ডল। মোহন হালদার বলেন, ‘আমি বাড়িতে থাকার ছেলে নই। উন্নয়নের জোয়ারে ভেসে তাই তৃণমূল এসে যোগ দিলাম। বিজেপিতে থেকে কাজ করতে পারছিলাম না। ওদের সরকার রাজ্য সরকারকে সাহায্য করছে না। রাজ্যের উন্নয়ন স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে।’ উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর রয়েছে আরও চার কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এই ভাঙন বিপাকে ফেলল গেরুয়া শিবিরকে।