বেঙ্গল চেস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের র্যাপিড দাবা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদীয়া, মেদিনীপুর, মালদা ও আলিপুরদুয়ার জেলা থেকে মোট ২১০ জন দাবাড়ু অংশ গ্রহণ করেছিলেন।
প্রসঙ্গত, সিনিয়র, অনূর্ধ্ব সাত, অনূর্ধ্ব নয়, অনূর্ধ্ব-১১ এবং অনূর্ধ্ব-১৩ এই পাঁচটি বিভাগের সফল দাবাড়ুরা বাংলার হয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন আন্তর্জাতিক মাস্টার সৃজিত পাল এবং বিশ্ব ক্যাডেট প্রতিযোগিতায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করা স্নেহা হালদার।
গত রবিবার ফাইনালে অনূর্ধ্ব সাত বিভাগে নরেন্দ্র কুমার আগরওয়াল, অনূর্ধ্ব নয় বিভাগে পারমনাথ মিত্র, অনূর্ধ্ব-১১ বিভাগে রিশান দেবনাথ, অনূর্ধ্ব-১৩ বিভাগে অগ্নিম দত্ত চ্যাম্পিয়ন হয়েছেন। ওপেন বিভাগের খেতাব জয় করেন সৃজিত পাল, তিনি পান ৭.৫ পয়েন্ট। ওপেন বিভাগে মহিলাদের মধ্যে প্রথম স্থান পেয়েছেন স্নেহা হালদার।