লখিমপুরের ঘটনা নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সরাসরি প্রধানমন্ত্রীকে তোপ দাগেন তিনি। প্রধানমন্ত্রীকে ট্যাগ করে তিনি টুইটারে লেখেন, ‘আপনার সরকার আমাকে কোনও অর্ডার বা এফআইআর ছাড়াই গত ২৮ ঘণ্টা হেফাজতে আটকে রেখেছে।’
ওই টুইটেই লখিমপুর খেরির ভাইরাল ভিডিও শেয়ার করে কংগ্রেস নেত্রীর প্রশ্ন, ‘অন্নদাতাদের পিষে ফেলা এই ব্যক্তিকে এখনও গ্রেফতার করা হয়নি কেন?’
পাশাপাশি একটি ভিডিও বার্তায় মোদীকে নিশানা করেন প্রিয়াঙ্কা। তিনি লখিমপুরের গাড়ি দিয়ে চাপা দেওয়ার ভিডিও দেখিয়ে বলেন, ‘এই ভিডিওতে দেখা যাচ্ছে মন্ত্রীর ছেলের গাড়ি কৃষকদের পিষছে। মোদীজি এই ভিডিওটি দেখুন, এবং বলুন এই মন্ত্রীকে কেন বরখাস্ত করা হয়নি। এই ছেলেটিকেও বা এখনও কেন গ্রেফতার করা হয়নি।’
উল্লেখ্য, সোমবার ভোরে লখিমপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ভোর ৬টা নাগাদ সীতাপুর জেলার হরগাঁওয়ে পৌঁছন প্রিয়াঙ্কা। সে সময় পুলিশের হাতে আটক হন তিনি। এপ্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘এটা কৃষকের দেশ, বিজেপির না। আমি লখিমপুর গিয়ে কোনও অপরাধ করছি না। আমি শুধু আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করতে চাই। আমাকে থামানো হচ্ছে কেন?’
তিনি আটক হওয়ার সময় পুলিশকে প্রশ্ন করেন, ‘অর্ডার কোথায়? আমাকে সেটা দেখান… যদি কোনও অর্ডার না থাকে, তাহলে আপনারা আমাকে আটকাচ্ছে কী ভাবে?’ পুলিশের সঙ্গে প্রিয়াঙ্কার এই বাক-বিতণ্ডার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিও দেখে অনেকেই প্রিয়াঙ্কাকে কুর্নিশ জানাচ্ছেন।