করোনা অতিমারির জেরে অন্যান্য রাজ্যের পাশাপাশি প্রায় দু’বছর বছর বন্ধ বাংলার স্কুলগুলিও। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পুজোর পর পরিস্থিতি বুঝে স্কুল খুলে দেওয়ার কথা ভাববে রাজ্য সরকার। তাই পুজোর মধ্যেই রাজ্যের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করল শিক্ষা দফতর।
সোমবার শিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি সংস্কারের জন্য ১০৯ কোটি ৪২ লক্ষ ৩৭ হাজার ১৩৩ টাকা বরাদ্দ করা হল। কলকাতায় সংশ্লিষ্ট আধিকারিক এবং জেলায় জেলায় জেলাশাসকরা এই বরাদ্দ অর্থ কাজে লাগানোর বিষয়ে তদারকি করবেন।
রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন স্কুলে সংস্কারের প্রয়োজন। এমনকি কলকাতার সরকারি স্কুলগুলির অবস্থাও খুব একটা ভাল নয়। দীর্ঘদিন স্কুলের দরজায় তালা ঝুলছে, ক্লাসরুমে পুরু হয়েছে ধুলোর স্তর। সব কিছু ঠিকমতো সারিয়ে পড়ুয়াদের জন্য আবার করে স্কুল খুলে দেওয়ার পথেই এগোচ্ছে রাজ্য। তাদের তরফে সংস্কার কাজ শেষ হলেই স্কুল খুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।