একুশের ভোটযুদ্ধে বিজেপিকে রুখে দিয়ে বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে বিপ্লব রাজ্যে সংগঠন তৈরি এবং প্রসারে নজর দিয়েছে দল। এরই মধ্যে সেখানে বারবারই প্রকাশ্যে চলে আসছে বিজেপির অন্তর্কলহ। ত্রিপুরা সিভিল সার্ভিস আধিকারিকদের সম্মেলনে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য আদালত অবমাননার সমান বলে অভিযোগ করেছিলেন যে বিজেপি বিধায়ক, সেই আশিস দাস এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন। ইতিমধ্যেই বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্তও করলেন তিনি।
প্রসঙ্গত, খুব শিগগিরই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন আশিস দাস। তাই কলকাতাতে এসেছেন তিনি। তবে দলবদলের আগে মঙ্গলবার প্রায়শ্চিত্ত করলেন কালীঘাটের আদি গঙ্গার ঘাটে। রীতিমতো যজ্ঞ করে করলেন প্রার্থনা। এতদিন বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি, তাই এই প্রায়শ্চিত্ত। আশিস বাবু জানিয়েছেন, বিজেপি করে তিনি যে পাপ করেছেন, তা আদি গঙ্গার জলে ধুয়ে ফেলতে চান। তৃণমূলে এসে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু করতে চান নতুন রাজনৈতিক জীবন। তাই ঘটা করে এই প্রায়শ্চিত্তের আয়োজন।