৩০ ঘণ্টা আটক থাকা প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রিয়াঙ্কাকে। সংবাদসংস্থা সূত্রে দাবি, প্রিয়াঙ্কা সহ ১১ জন কংগ্রেস নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধীর উপর ড্রোনে নজরদারি চালানো হচ্ছে অভিযোগ করে সরব কংগ্রেস। উত্তরপ্রদেশে সীতাপুরে আটক থাকা প্রিয়াঙ্কা গান্ধীর উপর কারা এই নজরদারি চালাচ্ছিল তা নিয়ে সরব হয়েছে হাত শিবির। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল একটি ড্রোনের ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। তিনি টুইটারে লেখেন, ‘প্রিয়াঙ্কা গান্ধীর রুমের উপর এটি কার ড্রোন। তাঁকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়েছে কেন? কে উত্তর দেবে?’
সোমবার ভোর হওয়ার আগেই লখিমপুর খেরির দিকে রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু তাঁকে মাঝপথে আটক করে যোগী রাজ্যের পুলিশ। সীতাপুর জেলার হরগাঁও থেকে কংগ্রেস নেত্রীকে আটক করা হয়। কেন তাঁকে আটক করা হচ্ছে তা নিয়ে সরব হন প্রিয়াঙ্কা। তিনি পুলিশের কাছে সাফ জানতে চান, ‘অর্ডার কোথায়? আমাকে সেটা দেখান… যদি কোনও অর্ডার না থাকে, তাহলে আপনারা আমাকে আটকাচ্ছে কী ভাবে?’
পুলিশের সঙ্গে প্রিয়াঙ্কার এই কথা কাটাকাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিয়ো দেখে অনেকেই প্রিয়াঙ্কার সাহসকে কুর্নিশ জানাচ্ছেন। মঙ্গলবার বোনের প্রশংসা করে টুইট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘যাকে হেফাজতে রাখা হয়েছে সে ভয় পায় না, একজন সত্যিকারের কংগ্রেসী। যে কখনও হার মানবে না। সত্যাগ্রহ থামবে না।’