কয়েকদিন আগেই বাংলার অন্যতম ইলেক্ট্রনিক সংবাদমাধ্যম কলকাতা টিভির ওপর নিষেধাজ্ঞার নোটিশ পাঠিয়েছে কেন্দ্র। এবার তা তুলতে কেন্দ্রের কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, যেসব সংবাদমাধ্যম কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলছে, তাদের বন্ধ করে দেওয়া হচ্ছে অথবা সাজানো মামলায় ফাঁসানো হচ্ছে। এর বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করার ডাক দেন তিনি।
সম্প্রচার শর্ত মানেনি কলকাতা টিভি, এই অভিযোগ জানিয়ে কেন্দ্রীয় সরকার সম্প্রচার বন্ধের নোটিশ পাঠিয়েছে। মমতা এর আগেও এই প্রসঙ্গে বলেন, “সরকার বিরোধী প্রচারের জন্য কলকাতা টিভি বন্ধ করা হচ্ছে ব্যক্তিগত প্রতিহিংসার জন্য। এটা যেন না করা হয়।” বাংলার মানুষ এটা মেনে নেবে না বলে জানান মমতা। তিনি বলেন, সংবাদমাধ্যম কাকে সমর্থন করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু যদি তার জন্যে একটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয় তাহলে সেটা হবে দুর্ভাগ্যজনক।
ঘটনার তীব্র নিন্দায় সরব দ্য টেলিগ্রাফ, দ্য ওয়্যার, নিউজ লন্ড্রি, ন্যাশনাল হেরন্ড-সহ দেশের তামাম সংবাদ মাধ্যম। ইতিমধ্যেই কলকাতা টিভি-র পাশে দাঁড়িয়ে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেস, আপ আদমি পার্টি, সিপিএম, কংগ্রেস-সহ একাধিক রাজনৈতিক দলও।