আগুন নিয়ন্ত্রণে আনতে বড়বাজার লাগোয়া কলুটোলা স্ট্রিটে দমকল কর্মীরা কার্যত জান লড়িয়ে দিচ্ছেন। কাজ করছে দমকলের অন্তত ২০ টি ইঞ্জিন। এরই মধ্যে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন দমকল মন্ত্রী সুজিত বসু। প্রবল ধোঁয়ায় তাঁর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে ওই এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে খবর।
এদিন বেলা ১১টা নাগাদ কলুটোলা স্ট্রিটের একটি চারতলা গুদামের দোতলায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে আশেপাশের বাড়িগুলিতে। খবর পেয়ে ঘটনাস্থলে একে একে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। কিন্তু ঘিঞ্জি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা কিছুতেই সম্ভব হচ্ছে না। দমকল বিভাগ সূত্রে খবর, গুদামটি প্লাস্টিকের ছিল। ফলে আগুন ছড়িয়ে সব প্রায় ভস্মীভূত করে দিয়েছে। আশেপাশের বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি গোটা অপারেশনের তদারকি করেন। সূত্রের খবর, তিনি নিজেই আগুন নেভানোর কাজে হাত লাগাতে যান। আর প্রবল ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।