দেবীপক্ষের আগেই বিজয়োৎসবের আনন্দ ঘাসফুল শিবিরে। রেকর্ড ভোটে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে পরাজিত করেছেন মমতা। তৃণমূল শিবিরের অভ্যন্তরীণ রিপোর্টেও জানানো হয়েছিল এবার ৫০ হাজার ভোটে জয়ী হয়ে গোটা দেশকে বার্তা দেবেন মমতা। তবে তৃণমূলের সেই অঙ্ককেও ছাপিয়ে গেল এদিনের জয়ের ব্যবধান।
উল্লেখ্য, একুশের মহারণে জয়ী হওয়ার পরেই লক্ষ্য স্থির করে নিয়েছিল তৃণমূল শিবির। জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে তৈরি হচ্ছে তৃণমূল। এদিনের ভোটে জিতেও কার্যত সেই বার্তাই দিলেন মমতা। আর পুজোর মুখে তারই প্রতিচ্ছবি দেখা গেল কলকাতার রাস্তায়। ‘মোদীশাহসুরমর্দিনী’ লেখা ব্যানার টাঙানো হল কলকাতার রাস্তায়। সৌজন্যে তৃণমূল মহিলা কংগ্রেস। সব মিলিয়ে জাতীয় ক্ষেত্রে মোদী ও শাহের টিমকে চ্যালেঞ্জ জানাতে সব রকমভাবে প্রস্তুত তৃণমূল।